কলকাতা

আগামী ৩০ নভেম্বরের মধ্যেই ৫৯ হাজার শিক্ষকের মেধাতালিকা প্রকাশের নির্দেশ

মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বিভাজন সহ মেধাতালিকা প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাঁর নির্দেশ, প্রকাশ্যে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার নথিও। উল্লেখ্য, গত ২০১৪ সালে শুরু হয়েছিল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ২ দফায় নিযুক্ত হয়েছিলেন প্রায় ৫৯ হাজার শিক্ষক-শিক্ষিকা। তাঁদেরই লিখিত এবং মৌখিক পরীক্ষার আলাদা আলাদা নম্বর নিয়ে প্রস্তুত মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি।