মেট্রো রেলে বিপর্যয়ের জেরে কলকাতার বউ বাজার এলাকার মদন দত্ত লেনে ঘর ছাড়া বহু মানুষ। মেট্রো প্রকল্পের কাজের জেরে প্রায় ১০টি বড়িতে ফাটল ধরেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুরো এলাকায় নতুন করে নির্মাণের দাবি করলেন মেয়র। ফিরহাদ হাকিম বলেন, ‘মেট্রো রেলের উচিত ওই জায়গার সব বাড়ি ভেঙে ফেলা। পুরো এলাকায় নতুন করে নির্মাণ দরকার।’ প্রসঙ্গত শুক্রবার ভোরে মেট্রো রেলের কাজ চলাকালীন মদন দত্ত লেনের প্রায় ১০টি বড়িতে ফাটল ধরে। ফাটল ধরে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একাধিক বাড়িতেও। ইতিমধ্যে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। শুক্রবার ভোরে কাজ চলাকালীন জল ঢুকে এই বিপর্যয় ঘটে বলে জানা গিয়েছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আপাতত হোটেলে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু বারবার বাড়িতে ফাটল ধরার ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। এই বিপর্যয়ের জন্য মেট্রো রেলের গাফিলতিকে দায়ী করেছেন তাঁরা।