দেশ

৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে সফল উৎক্ষেপণ সবথেকে ভারী রকেটের 

ভারতের সবথেকে ভারী রকেট এবার মহাকাশে পাড়ি দিল। দীপাবলীর আগেই শনিবার রাত ১২টা বেজে সাত মিনিটে ইতিহাস গড়ল ভারতের মহাকাশ সংস্থা ইসরো। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে সবচেয়ে ভারী রকেটে করে একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হল। ৫৭৯৬ কেজির পেলোড নিয়ে সফল উড়ান হয়েছে রকেটের। মধ্যরাতে ইতিহাস তৈরি করল দেশ। ব্রিটেনের ওয়ানওয়েবের জন্য ৩৬টি উপগ্রহ নিয়ে উড়ে গেল ভারতীয় রকেট৷ এই কমিউনিকেশন স্যাটেলাইটগুলি পৃথিবীর লো আর্থ অরবিটে সফল ভাবে স্থাপন করা হয়েছে। এটিই প্রথম বাণিজ্যিক মিশন ইসরোর৷ এই মিশনের জন্য ভারতের জিএসএলভি এমকে ৩ রকেটের নাম পরিবর্তন করে এলভিএম৩ এম২ (LVM3-M2) রাখা হয়েছে। এর আরেকটি নাম ‘ওয়ানওয়েব ইন্ডিয়া১’। দেশের সবথেকে ভারী রকেট LVM3-M2 র দৈর্ঘ্য হচ্ছে সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন। জানা গিয়েছে, এই রকেটের মাধ্যমে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে চার টন ওজনের স্যাটেলাইট স্থাপন করা যাবে। পাশাপাশি জানা যাচ্ছে, তিন পর্যায়ের লঞ্চিং সিস্টেমে রয়েছে দুটি সোলিড প্রোপেলার স্ট্র্যাপ অন। কার্যত লো আর্থ অরবিটে ওয়ান ওয়েভ স্যাটেলাইটগুলোকে প্রদক্ষিণ করবে এটি। , ইসরোর তরফ থেকে তাঁদের বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং ব্রিটেনের লো আর্থ অরবিট স্যাটেলাইট টেলিকমিউনিকেশন সংস্থা ওয়ান ওয়েবের সঙ্গে চুক্তি করে এই উৎক্ষেপণ করা হয়েছে।