কয়লা কেলেঙ্কারি নিয়ে রাজ্যকে নিশানায় রেখেছে বিজেপি। বাদ যায় নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার সেই কয়লা পাচারের সঙ্গেই বিজেপিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করল তৃণমূল। কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রল্হাদ জোশীর সঙ্গে কয়লা মাফিয়া জয়দেব খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তৃণমূল। ছবিতে কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে জয়দেব খানকে একই ফ্রেমে দেখা যাচ্ছে। এই জয়দের খানের বিরুদ্ধে কয়লা পাচারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে তৃণমূল। অন্ডাল-রানিগঞ্জের মতো থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তৃণমূল সূত্রের দাবি। এহেন অভিযুক্তের সঙ্গে কেন্দ্রীয় কয়লামন্ত্রী কেন বৈঠক করেছেন সেই প্রশ্ন তুলে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই ছবি টুইট করেছেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বৃহস্পতিবার দুর্গাপুরের এক হোটেলে কয়লা পাচারের কিংপিনদের সঙ্গে বৈঠক করেছেন খোদ কয়লামন্ত্রী। এনিয়ে কেন ইডি-সিবিআই তদন্ত করবে না সেই প্রশ্ন তোলেন কুণাল। এই বৈঠককেও অবিলম্বে কয়লাপাচার তদন্তের আওতায় আনার দাবি তোলেন তিনি। প্রল্হাদ জোশীর সঙ্গে জয়দেব খানের ছবি টুইট করে অভিষেকও প্রশ্ন তুলেছেন, দাগী কয়লা মাফিয়ার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কী করছেন তা বুঝতে পারছি না। তিনি কী বিজেপির পকেট ভরা নিয়ে আলোচনা করছেন ? না দেশের সম্পদ পাচার করায় কয়লা মাফিয়াকে অভিনন্দন জানাচ্ছেন? অভিষেক দাবি করেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইচ্ছাকৃতভাবে এই মন্ত্রী-মাফিয়া যোগাযোগ উপেক্ষা করে যাচ্ছে।