সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা। গোড়ালিতে চোট পাওয়ায় গ্রুপ লিগের বাকি দুই ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের তারকা ফুটবলার নেইমার। গত কালের ম্যাচের ১১ মিনিটে সার্বিয়ার মিলেনোকোভিচের চ্যালেঞ্জে গোড়ালিতে চোট পান ব্রাজিল তারকা। বৃহস্পতিবার সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নেমে প্রতিপক্ষের খেলোয়াড়দের চোরাগোপ্তা হামলার শিকার হতে হয়েছিল ব্রাজিল দলের প্রাণভোমরাকে। ওই ম্যাচে মোট ১২ বার ফাউল করা হয়। অন্যদিকে নেইমারের পা ফোলা ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। বিশ্বকাপে আগামী ম্যাচ গুলিতে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। ২৮ নভেম্বর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। গোড়ালির চোটের জন্য সেই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। কেবল সেই ম্যাচ নয়
নেইমার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও নেইমারকে পাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি গ্রুপের তৃতীয় ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধেও অনিশ্চিত তিতের দলের মহাতারকা। এরপরের ম্যাচে মাঠে নামতে পারবেন নেইমার। যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। নেইমারের চিকিৎসকের সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। অন্যদিকে ব্রাজিলের ওয়েবসাইটে ‘গ্লোবো’র দাবি, শুধু নেমারই নন, রাইট ব্যাক দানিলোও পরের দু’টি ম্যাচে খেলতে পারবেন না। দু’জনেরই চোট লেগেছে। ফলে দ্বিতীয় ম্যাচের আগে একটু হলেও চিন্তা বাড়ল ব্রাজিল সমর্থকদের।