খেলা ফিফা বিশ্বকাপ ২০২২

লাল কার্ড ওয়েলস গোলকিপারকে, অতিরিক্ত সময় জোড়া গোলে জয় ছিনিয়ে নিল ইরান

শুক্রবার দ্বিতীয় ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দিল ইরান। সৌদি আরব, জাপানের পর লিখল নতুন ইতিহাস। নব্বই মিনিট গোলশূন্য। দুটো গোলই হয় অতিরিক্ত সময়। ওয়েলসের গোলকিপার লালকার্ড দেখে মাঠ ছাড়ার পর। ৯০ মিনিটের খেলা শেষের পরেই রেফারি জানিয়ে দেন যে, খেলা চলবে আরও নয় মিনিট। আর সেখানেই পরপর দুই গোল করে বাজিমাত করল কার্লোস কুইরোজের শিষ্যরা। গোল করেন রুজবে চেশমি এবং রামিন রেজিয়ান। ওয়েলসের হয়ে নতুন রেকর্ড করেন গ্যারেথ বেল। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন তারকা ফুটবলার। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গুন্টারের। ১১০টি ম্যাচ খেলেছিলেন তিনি। এদিন বেল ভেঙে দিলেন সেই রেকর্ড। তবে নজির গড়ায় দিন একেবারেই উজ্জ্বল ছিলেন না ওয়েলসের তারকা।