কলকাতা

সম্ভবত জানুয়ারি মাসের প্রথম দিকেই একদফা ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারিরা!

রাজ্য সরকারি কর্মচারিদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ’র বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছে রাজ্য সরকার। কিন্তু সেই মামলার শুনানি এখনও শুরু হয়নি, বরঞ্চ সেই শুনানির দিন পিছিয়ে গিয়েছে। এই অবস্থায় রাজ্য সরকারও তৎপর হয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগেই সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ’র কিছুটা হলেও মিটিয়ে দিতে। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। খুব সম্ভবত জানুয়ারি মাসের প্রথম দিকেই সেই বকেয়া ডিএ হাতে পেয়ে যাবেন রাজ্যের সরকারি কর্মচারিরা। যদিও তারপরেও ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারি সংগঠনের বিবাদ মিটবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। দিন দুই আগে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বেশ ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন রাজ্য সরকার ডিএ নিয়ে ইতিবাচক পদক্ষেপই নেবে। সরকারি কর্মচারিদের ডিএ দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এই অবস্থায় নবান্নের সূত্রে জানা গিয়েছে, আগামী বছরের শুরুর দিকেই যাতে রাজ্যের সরকারি কর্মচারিরা তাঁদের বকেয়া ডিএ’র কিছুটা হলেও পেয়ে যান তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ নির্দেশ দিয়েছেন। তবে বকেয়ার ডিএ’র ঠিক কত অংশ দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নবান্নে এখন জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে ডিএ মেটানোর জন্য।