দেশ

ভোট দিতে এলেন প্রধানমন্ত্রীর মা হিরাবেন

গুজরাতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৯.১৭ শতাংশ। গত ১ ডিসেম্বর গুজরাতে প্রথম দফার ভোটগ্রহণ হয়। প্রথম দফায় ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য ভাবে কম। সোমবার সকাল সকালই আহমেদাবাদের রনিপের নিরপান পাবলিক স্কুলে ভোট দেন নরেন্দ্র মোদি। মোদির পাশাপাশি এদিন ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। বিজেপির তারকা ভোটারদের পাশাপাশি এদিন আহমেদাবাদে ভোট দেন গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি। গান্ধীনগরে রায়সান প্রাথমিক স্কুলে নিজের ভোট দেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন । ৯৯ বছর বয়সে হুইলচেয়ারে করে গান্ধীনগরে রায়সান প্রাথমিক স্কুলে নিজের ভোট দিতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন।