কলকাতা

এসএসসিতে ২১ হাজার পদে দুর্নীতি, দাবি সিবিআইয়ের, কাউকে ছাড়া হবে না, বললেন বিচারপতি বসু

স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে অন্তত ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। নয় হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে হাজির হয়ে এমনটাই জানালেন সিবিআইয়ের নতুন সিট প্রধান অশ্বিন সেনভি। এসএসসির গ্রুপ ডির দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু অশ্বিনকে এদিন হাজির থাকতে বলেছিলেন। বিচারপতি বসু সিট প্রধানকে বলেন, যখন যা সাহায্য লাগবে, আদালতে এসে জানাবেন। আদালত সহ রকমের সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যাঁরা এই দুর্নীতিতে যুক্ত, তাঁদের কাউকে ছাড়া হবে না। তিনি বলেন, যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, তাঁরা শুধু ফলের আশায় বসে আছেন। সিবিআই কী করল, এসএসসি কী করল, তাঁরা তা জানতে চান না। তাঁরা শুধু নিয়োগপত্র হাতে পেতে চান।