রেলের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পথ চলা। রেল সূত্রের খবর, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করতে চলেছেন। জানা গিয়েছে, এই ট্রেন ছত্তিশগড়ের বিলাসপুর এবং মহারাষ্ট্রের নাগপুর রুটে চলবে। আগামী ১১ ই ডিসেম্বর এই নতুন যাত্রাপথের সূচনা হবে বলে রবিবার জানিয়েছেন রেল আধিকারিকরা। রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসটি বিলাসপুর থেকে সকাল ৬ঃ৪৫ নাগাদ ছাড়বে এবং নাগপুর পৌঁছাবে বেলা ১২:১৫ নাগাদ। একইভাবে ট্রেনটি নাগপুর থেকে আবার দুপুর ২ টো নাগাদ ছাড়বে এবং বিলাসপুর এসে পৌঁছাবে সন্ধ্যে ৭ঃ৩০ এ। রেলের দাবি, এই পুরো যাত্রাপথ মাত্র সাড়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ হবে। ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলবে। জানা যাচ্ছে, এই ট্রেনটি দক্ষিণ পূর্ব-মধ্য রেলওয়ে দ্বারা পরিচালিত হবে। এবং এই ট্রেনের গন্তব্যপথে স্টপেজ থাকবে রায়পুর, দুর্গ এবং গোণ্ডিয়াতে। রেলের তরফ থেকে জানানো হচ্ছে, ২০২৩ সালে সম্ভবত পরবর্তী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলতে পারে সেকেন্দ্রাবাদ এবং বিজয়ওয়ারার মধ্যে। রেলের লক্ষ্য, আগামী বছরের আগস্ট মাসের মধ্যে অন্তত ৭৫ টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করার। প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত ট্রেনে রয়েছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ভিত্তিক অডিও-ভিস্যুয়াল যাত্রী তথ্য ব্যবস্থা।