দেশ

সুপ্রিমকোর্টে ডিএ মামলার পরের শুনানি আগামী ১৪ ডিসেম্বর 

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে আগামী ১৪ ডিসেম্বর। শীর্ষ আদালতের নির্দেশ, ১৪ ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে সওয়ালের শর্ট নোট আদালতে জমা করতে হবে। সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, ডিএ নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি কলকাতা হাইকোর্টে চলতে পারে। কিন্তু তারা কোনও রায় দিতে পারবে না। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএর ক্ষেত্রে প্রায় ২৮ শতাংশ পিছিয়ে আছে। শাসকবিরোধী সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ডিএর দাবিতে মামলা করে। একক এবং ডিভিশন বেঞ্চ রায় দেয়, ডিএ সরকারি কর্মীদের অধিকার। রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। তারও আগে কর্মচারী সংগঠন স্টেট অ্যাডমিনিস্ট্রেডিভ ট্রাইব্যুনালে গিয়েছিল। সেখানকার রায়ও কর্মচারীদের পক্ষেই যায়। কিন্তু তবু সরকার কর্মচারীদের ডিএ ঘোষণা করেনি। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। কর্মী সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়।