দেশ

কংগ্রেসের রণনীতির বৈঠকে হাজি তৃণমূল এবং আম আদমি পার্টি

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে মোদি অ্যান্ড কোম্পানিকে কোণঠাসা করাই তাদের একমাত্র লক্ষ্য। তাই, রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে বুধবার কংগ্রেসের রণনীতির বৈঠকে হাজির হল তৃণমূল কংগ্রেস এবং আমআদমি পার্টি। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে দলের রণনীতি কী হবে, সে ব্য়াপারে আলোচনা করতে রাজ্যসভার বিরোধীদল নেতা তথা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়়গে বৈঠক ডাকেন। সমমনোভাবাপন্ন দলগুলিকে আমন্ত্রণ করা হয়। বৈঠকে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করেন  সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ন। ছিলেন ফারুক আবদুল্লাহর মতো হেভিওয়েট নেতারা।  মল্লিকার্জুন খাড়গের পৌরহিত্যে হওয়া বৈঠকে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টির প্রতিনিধির উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। উল্লেখ করার মতো বিষয় হল এদিনই দিল্লি পুরসভার ভোটের ফল প্রকাশিত হতে শুরু করে। দেখা গিয়েছে, পুরসভার সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে আমআদমি পার্টি। পুরসভায় রামরাজত্বের অবসান ঘটতে চলেছে। ফলে, আপ অনেকটাই চাঙ্গা। তারা পঞ্জাব বিধানসভা দখল করেছে। এবার দিল্লি পুরসভা তাদের দখলে যেতে চলেছে। কেন্দ্রে আসীন শাসকদলের কাছে এই ফলাফল যে বেগ দেবে বলেই মনে করা হচ্ছে।