ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং মহারাষ্ট্র মেট্রো এক কলামে দীর্ঘতম ডাবল ডেকার সেতু তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। একই সঙ্গে এই নির্মাণ কাজ ইতিমধ্যেই এশিয়া বুক ও ইন্ডিয়া বুকের রেকর্ড বুকে স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এই সাফল্যকে একটি বড় কৃতিত্ব বলেও অভিহিত করেছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও সড়ক মন্ত্রী নীতিন গড়করি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এক কলামে দীর্ঘতম ডাবল ডেকার সেতুর নাম নথিভুক্ত হওয়ায় ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং মহারাষ্ট্র মেট্রোর টিমকে অভিনন্দন জানিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং মহারাষ্ট্র মেট্রো হাইওয়ে ফ্লাইওভার এবং মেট্রো রেল সুবিধা সহ নাগপুরে একক কলামে দীর্ঘতম ডাবল ডেকার সেতু নির্মাণ করেছে।