কলকাতা

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব ‘এফআইআর’-এ স্থগিতাদেশ দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর’এ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ এই নির্দেশ দেয়। বিভিন্ন সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিভিন্ন ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে মোট ২৬টি এফআইআর দায়ের হয়েছিল। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। এদিন শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর’এ স্থগিতাদেশ দেন বিচারপতি। এদিন আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আবেদন করেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি হয় খারিজ করে দেওয়া হোক, নাহলে সমস্ত অভিযোগের তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।