উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান জগদীপ ধনখড়কে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি নিয়োগ বুধবার তাঁর করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেঞ্চ বলেছে, উপরাষ্ট্রপতির কথা মতো সংসদ বিচারপতি নিয়োগ নিয়ে কোনও আইন তৈরি করলে সেই আইন খতিয়ে দেখার পূর্ণ এক্তিয়ার রয়েছে সুপ্রিম কোর্টের। সাংবিধানিক পদে আসীন কোনও ব্যক্তির থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় উপরাষ্ট্রপতি হিসেবে ভারতের সর্বোচ্চ আদালতের কলেজিয়ামকে পরামর্শ তিনি দিতেই পারেন। পরামর্শ যথাযোগ্য মর্যাদার সঙ্গে খতিয়ে দেখতে পারে। প্রয়োজনে উপরাষ্ট্রপতির কাছে পাল্টা প্রস্তাব পাঠাতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টে নিয়োগ নিয়ে সাংবিধানিক পদে আসীন ব্যক্তির থেকে ওই ধরনের মন্তব্য অনভিপ্রেত। বুধবার রাজ্যসভায় উপরাষ্ট্রপতি তথা সভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তাঁর ভাষণে উল্লেখ করেন ন্যাশাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন ভেঙে দেওয়ার প্রসঙ্গ। কমিশন পুনর্গঠনের আর্জির পাশাপাশি তিনি এই ব্যাপারে সাংসদদের পদক্ষেপের আর্জি জানান। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কিশান কঔল, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বিক্রম নাথ অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছেন, আগামীকাল লোকে বলবে মৌলিক কাঠামো সংবিধানের অংশ নয়। সমাজের প্রতিটি স্তর যদি নির্দিষ্ট করে দেয় কোন আইন মানতে হবে আর কোনটা নয়, তাহলে অচলাবস্থা অবসম্ভাবি। সরকার ইচ্ছা করলেই আইন তৈরি করতে পারে। সুপ্রিম কোর্টে এক্তিয়ার রয়েছে তা খতিয়ে দেখার।