১৯৯৮ সাল থেকে টানা গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাত বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং আম আদমি পার্টি। এ বার প্রধানমন্ত্রীর রাজ্যে বিধানসভা ভোটের লড়াই ত্রিমুখী হতে চলেছে। টানা সাতবার ক্ষমতা ধরে রেখে নজির গড়ল গেরুয়া শিবির। এবার মোদি-শাহ জুটি এবার ভোটে ভেঙেছে পুরনো সব রেকর্ড। এর আগে মাত্র একবারই গুজরাটে এত আসনে জয় পেয়েছিল কোনও রাজনৈতিক দল। সেটা ছিল কংগ্রেস। ১৯৮৫ সালে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে গুজরাতে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। সেটাই সর্বোচ্চ। এবার দেড়শোর বেশি আসনে জিতবে তারা।