এবার থেকে ১ টিকিটেই কলকাতার ২১টি দর্শনীয় স্থানে প্রবেশাধিকার পাবেন। বুধবার বিকেলে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। আগামী ১৫ ডিসেম্বর থেকে ইনটিগ্রেটেড টুরিস্ট পাস চালু করছে পর্যটন দফতর। ২১ স্থানের জন্যই একটি টিকিট চাইলে তার দাম পড়বে ৪৯৫ টাকা। ৭ দিন সেই টিকিট ভ্যালিড। বিদেশ-বিভুঁইয়ের কেউ এলে তাঁর কাজে লাগবে। কিন্তু রাজ্য বা শহরবাসী তো এতদিন পরপর ঘুরবেন না! চিন্তা নেই। সেই ব্যবস্থাও রয়েছে। চাইলে আপনার রুটের নিকটবর্তী কয়েকটি স্থানের জন্যই একসঙ্গে টিকিট কাটা যাবে। সেক্ষেত্রে দাম অনেকটাই সস্তা হবে। বাংলার পর্যটন দফতরের ওয়েবসাইট থেকে এই টিকিট কাটা যাবে। সেখানে QR কোডের মাধ্যমে এর লিঙ্ক পেয়ে যাবেন। সোজা ফোন দেখিয়ে প্রবেশ করতে পারবেন- যেখানে খুশি! এর পাশাপাশি অবশ্য কিছু কিছু স্থানে কাউন্টারেই এই অল-ইন-ওয়ান টিকিট পাবেন। তবে এখনও পর্যন্ত এর দাম স্থির করে উঠতে পারেননি পরিবহন দফতরের কর্তারা। এই বিষয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। এছাড়া পছন্দমতো জায়গা বেছে নেওয়া যাবে। তার জন্য় খরচ অনেক কম হবে। পাস কাটার পর তা মোবাইলে চলে আসবে। সেই পাস গেটে দেখালেই মিলবে প্রবেশের অনুমতি।
একনজরে দেখে নেওয়া যাক ইনটিগ্রেটেড টুরিস্ট পাস কোন কোন স্থানে যাওয়া যাবে –
মোট ২১টি দর্শনীয় স্থানের মধ্যে পড়ছে –
🔴 ভিক্টোরিয়া মেমোরিয়াল,
🔴 ইন্ডিয়ান মিউজিয়াম,
🔴 নেতাজি ভবন,
🔴 নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম,
🔴 বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম,
🔴 স্মরণিকা ট্রাম মিউজিয়াম,
🔴 এশিয়াটিক সোসাইটি,
🔴 আরকে মিশন স্বামী বিবেকানন্দ হাউস অ্যান্ড কালচারাল সেন্টার,
🔴 সায়েন্স সিটি, নিকোপার্ক,
🔴 রবীন্দ্র তীর্থ,
🔴 নজরুল তীর্থ,
🔴 এয়ারক্র্যাফ্ট মিউজিয়াম,
🔴 ইকোপার্ক,
🔴 আলিপুর মিউজিয়াম,
🔴 মাদার্স ওয়াক্স মিউজিয়াম,
🔴 গান্ধী আশ্রম,
🔴 নাট্যশোধ সংস্থা,
🔴 কলকাতা পোর্ট মেরিটাইম হেরিটেজ মিউজিয়াম,
🔴 স্টেট আর্কিওলজিকাল মিউজিয়াম এবং
🔴 কলকাতা পুলিশ মিউজিয়াম।