তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে বৃহস্পতিবার গুজরাতের আদালত জামিন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার তাঁকে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ। এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । গুজরাতে বিধানসভা নির্বাচনের কারণে সে রাজ্যে এখন আইন শৃঙ্খলা রক্ষার ভার নির্বাচন কমিশনের হাতে। তার মাঝে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রের গ্রেফতারি রাজনৈতিক প্রতিহিংসা বলে সরব হয়েছে বাংলার শাসকদল। এবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ দেগে অভিষেক লেখেন, ‘‘গুজরাত পুলিশ গ্রেফতার করেছে সাকেত গোখেলকে। তিন দিনের ব্যবধানে দুবার, তাও এখনও সে রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে! নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে বিজেপির অনুগত হিসাবে কাজ করে চলেছে। গণতন্ত্র বিপন্ন অবস্থায় রয়ে গিয়েছে।’’ প্রসঙ্গত মোরবি সেতু বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিপর্যয়স্থল পরিদর্শন নিয়ে টুইটের জেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশের সাইবার সেল। দু দিন পুলিশ হেফাজতে থাকার পর অবশেষে বৃহস্পতিবার তাঁকে জামিন দেয় আদালত। কিন্তু জামিন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার তাঁকে কোনও নোটিস ছাড়া গ্রেফতার করে গুজরাত পুলিশ।