দেশ

ফের মুখ পুড়ল গুজরাত পুলিশের, জামিন পেলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে, রাতেই ফিরবেন দিল্লিতে

প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের

ফের মুখ পুড়ল গুজরাত পুলিশের। ফের জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল। শুক্রবার গুজরাযের মোরবি আদালতের বিচারক তৃণমূল কংগ্রেস মুখপাত্রের জামিন মঞ্জুর করেছেন। যদিও এদিন জামিন পাওয়ার পরে ফের গ্রেফতারের আশঙ্কায় ভুগছেন গোখেল। গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়ার পরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে টুইট করায় গত মঙ্গলবার ভোরে জয়পুর বিমানবন্দর থেকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার সেল। প্রথমে দুদিনের জন্য তাঁকে পুলিশি হেফাজতে পাঠানো হয়। বৃহস্পতিবারই তাঁর জামিন মঞ্জুর করা হয়। কিন্তু ওই জামিনের কয়েক ঘন্টার মধ্যে আমদাবাদের সাইবার থানা থেকে বেরনোর সময়ে তাঁকে ফের গ্রেফতার করা হয়। যদিও কী কারণে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে গ্রেফতার করা হয়েছিল তা স্পষ্ট করে জানায়নি গুজরাত পুলিশ।  দলীয় মুখপাত্রকে তিনদিনের মধ্যে দুবার গ্রেফতার করা নিয়ে এদিন সকালেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাকেতের ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সাকেত গোখলেকে হেনস্থার ঘটনায় গুজরাত পুলিশের বিরুদ্ধে যথাযথ তদন্তের আর্জি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷ নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজস্থান পুলিশকে অন্ধকারে রেখেই কোনও আদালতের নির্দেশ অথবা প্রয়োজনীয় নথি ছাড়া সাকেতকে জয়পুর থেকে গ্রেফতার করা হয়৷ শুধু তাই নয়, গুজরাতের ভোট প্রচারে পরেশ রাওয়াল, হিমন্ত বিশ্বশর্মাদের বিতর্কিত মন্তব্যও তুলে ধরা হয়েছে তৃণমূল সাংসদদের পক্ষ থেকে৷ কারণ গুজরাতে পুলিশ প্রশাসন এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনেই রয়েছে৷