চলতি বছরে বিকল্প পৌষ মেলা হতে চলেছে বোলপুরে। শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে। বিকল্প পৌষ মেলার আয়োজন করতে বোলপুরের ডাকবাংলো মাঠ, টাউন ক্লাব মাঠ এবং স্টেডিয়াম মাঠকে ব্যবহার করা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা এবং শান্তিনিকেতনের ঐতিহ্য বজায় রেখে ৭ পৌষ মেলার উদ্বোধন হবে। ‘বিকল্প পৌষ মেলা’ চলবে ১২ পৌষ পর্যন্ত। ইংরেজি তারিখ অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে বলে বীরভূম জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মেলায় বোলপুর শান্তিনিকেতনের সংস্কৃতি বজায় রাখার জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। একইসঙ্গে এ বারের পৌষ মেলায় বাজি পোড়ানোর রীতি ফেরানো হচ্ছে।