কলকাতা

‘কোথাও প্রশ্ন ফাঁস হয়নি, নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন’, জানালেন শিক্ষামন্ত্রী

 বিরোধীদের কটাক্ষ, কোথাও বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ- এবার সব কিছু নিয়েই মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷  শিক্ষামন্ত্রী জানান, এখনও পর্যন্ত পরীক্ষা খুব নির্বিঘ্নে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থীরা উৎসবের মেজাজে পরীক্ষা দিয়েছেন। সমস্ত স্তরের আধিকারিকরা উপস্থিত আছেন। গত ৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে।

গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,  “আমাদের কাছে বহু জায়গা থেকেই অসংখ্য ফোনে অভিযোগ আসছে এই বলে যে, পরীক্ষার্থীদের প্রশ্ন বলে দেওয়া হবে। তবে তার আগে ১০ লক্ষ টাকার কনট্রাক্ট করতে হবে। ৫ লক্ষ টাকা অগ্রিম দিলেই শনিবার রাতের মধ্যেই সেই প্রশ্ন হাতে পেয়ে যাবেন, উত্তরও লিখতে পারবেন। পরবর্তীকালে পরীক্ষায় পাশ করলে আরও পাঁচ লাখ টাকা দিতে হবে।” তারই জবাব দিলেন ব্রাত্য৷ বললেন, এখনো পর্যন্ত প্রশ্ন ফাসের কোনো খবর নেই, ব্যাগ নিয়ে কিছু সমস্যা হয়েছে। বিরোধীদের একাংশ এই পরীক্ষাকে বানচাল করার জন্য সব রকমের চেষ্টা করছে৷  বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন তাতে তিনি নম্বরগুলো দিন। না হলে বুঝবো বিজেপি চাইছে না পরীক্ষা হোক। শিক্ষামন্ত্রীর আরও বলেন, “নজিরবিহীন সতর্কতার সঙ্গে পরীক্ষা নেওয়া হয়েছে৷ আমি এখান থেকে বসে প্রাইমারি বোর্ডর সঙ্গে যোগাযোগ রাখছি৷ একটা  জালি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। বোর্ড সাইবার ক্রাইমে অভিযোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই নিয়োগপত্র পাবেন৷” নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, “নিয়োগের ব্যাপারগুলো সব গুলো বিচারাধীন আছে। আদালত যেমন যেমন নির্দেশ দিচ্ছে সেইরকম করছি।