কলকাতা

দীপিকার গেরুয়া বিকিনি বনাম মিস ইন্ডিয়ার মঞ্চে স্মৃতি ইরানি, বিজেপি-তৃণমূল বিতর্ক তুঙ্গে

কলকাতা আন্তর্জাতিক চলচ্ছিত্র উৎসবের মঞ্চে ‘রং দে তু মোহে গেরুয়া’ গেয়েছেন অরিজিৎ সিং। শাহরুখ খানের আগামী ছবি পাঠানেও এই গেরুয়া রং নিয়েই যত বিতর্ক। এর মাঝেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় গেরুয়া নিয়ে বিতর্কে তৃণমূল বিজেপি। চলচ্চিত্র উৎসবে অরিজিতের গানের ভিডিয়ো শেয়ার করে নিজের টুইটার হ্যান্ডেলে BJP-র ITসেল প্রধান অমিত মালব্য লেখেন, “কলকাতা চলচ্চিত্র উৎসববে মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিৎ সিংকে তার পছন্দের একটি গান গাইতে বলেন। অরিজিৎ বেছে নেন রং দে তু মোহে গেরুয়া… “। এর পরেই টুইটে অমিত মালব্যর কটাক্ষ “এটা এক উপলব্ধির সন্ধ্যা ছিল। বচ্চন থেকে শুরু করে অরিজিৎ, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়েছেন বাংলার ভবিষ্যৎ গেরুয়া।” BJP-র অমিত মালব্যের টুইটের জবাবে ১৯৯৮ সালের একটি ভিডিও পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ঋজু দত্ত। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ১৯৯৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেই প্রতিযোগিতায় স্মৃতি ইরানির সুইমস্যুট রাউন্ডে ব়্যাম্প ওয়াকের ভিডিও পোস্ট করে ঋজু দত্ত। তৃণমূল মুখাপাত্রেক পোস্টকরা ভিডিওতে স্মৃতির পোশাকেও ছিল কমলা রঙের ছোঁয়া। ভিডিওর সঙ্গে ঋজু লেখেন, “রং দে তু মোহে গেরুয়া”। স্মৃতির ওই ভিডিয়ো পোস্ট করায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। একটি ট্যুইট করে তিনি লিখেছেন, এরকম একজনকে তৃণমূলের মুখপাত্র করার জন্য় মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। মহিলাদের সম্পর্কে ওই কোনও শ্রদ্ধা নেই। এই রকম মানুষদের জন্যেই সমাজে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। এতে অবশ্য নীরব থাকেননি ঋজু দত্ত। পাল্টা তিনি মনে করিয়ে দিয়েছেন কীভাবে বিলকিস বানোর ধর্ষণকারীদের সংস্কারি ব্রাহ্মণ বলে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বিজেপিকে মনে করিয়ে দিয়েছেন, গেরুয়া কারও পৈত্রিক সম্পত্তি নয়। দীপিকা পাড়ুকোন যখন গেরুয়া বিকিনি পরেন তখন গেরুয়া শিবিরে হইচই পড়ে যায়। কিন্তু সেই পোশাক যখন স্মৃতি ইরানি পরেন তখন চোখ বন্ধ করে থাকেন। এটা দ্বিচারিতা নয়তো কি?