গতকালই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে । উদ্বোধনী মঞ্চে ছিলেন বিগ-বি অমিতাভ বচ্চন, বাদশা শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়রা। আপ্লুত মুখ্যমন্ত্রী। কিন্তু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘিরেও যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সরব বিজেপি। বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধন অমিত মালব্যর প্রশ্ন, ‘বাংলার ছেলে সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানাননি। একইসঙ্গে বাংলার সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি থাকা সত্ত্বেও শাহরুখ খানকে রাজ্যের মুখ হিসাবে বেছে নিয়েছেন। তিনি সবসময় সফল বাঙালিদের হেয় করেন।’ এরপাল্টা টুইটে বিজেপিকে খোঁচা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘মিঠুনদা স্পষ্টভাবে বলেছেন যে রাজ্য সরকারের উপর তার আস্থা নেই এবং তাঁর মতে, আমাদের সরকার আর চলবে না। তাহলে আপনি ও মিঠুনদা কেন দিদি আয়োজিত কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে এত আগ্রহী? আপনার আগ্রহ স্পষ্টভাবে বোঝায় যে তৃণমূল বাংলায় সরকারে ছিল, আছে এবং থাকবে।’