প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে ভুযো সংবাদ প্রচারের অভিযোগে তিন ইউটিউব চ্যানেলকে চিহ্নিত করল প্রেস ইনফরমেশন ব্যুরো। ওই তিন ইউটিউব চ্যানেল হল, ‘আজতক লাইভ’, ‘নিউজ হেডলাইনস’ ও ‘সরকারি আপডেট’। তিন চ্যানেলের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে। তবে ওই চ্যানেলগুলি নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে পিআইবি’র পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পিআইবি’র পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ‘আজতক লাইভ’ নামে ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৬৫ হাজার। সরকারি সিদ্ধান্ত ও বিভিন্ন লোকের মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই ভুয়ো সংবাদ প্রচার করে চলছিল। চ্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মৃত্যু সংবাদের পাশাপাশি রাহুল গান্ধির গ্রেফতারি ও সাত রাজ্যে ইভিএম নিষিদ্ধ হওয়ার মতো ভুয়ো খবর প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল।’‘সরকারি আপডেট’ নামে আর একটি ইউটিউব চ্যানেল বিভিন্ন সরকারি সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে ভুয়ো খবর প্রচার করে চলছে। প্যান কার্ড থাকলেই চার লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে অসত্য সংবাদ প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিল। চ্যানেলটির সাবস্ক্রাইবার ২২ লক্ষ ৬০ হাজার। চ্যানেলের লোগোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকায় দর্শকরা সহজেই ভুয়ো সংবাদ বিশ্বাস করতেন। ‘নিউজ হেডলাইনস’ নামে তৃতীয় ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৯ লক্ষ ৬৭ হাজার। ওই চ্যানেলটিও দীর্ঘদিন ধরে ভুয়ো খবর প্রচার করে চলছে।