কলকাতা

ইংরেজি নতুন বছরের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

 ‘রাজ্যের পড়ুয়াদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার’ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছাত্রছাত্রীদের এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘তোমাদের আগামী দিনগুলিকে সুরক্ষিত রাখতে আমাদের সরকার সবসময় তোমাদের পাশে থেকেছে আর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও পরিকল্পনা তোমাদের স্বার্থে নিয়েছে ও সাফল্যের সঙ্গে রূপায়ণ করেছে।’ রাজ্য সরকারের তরফে চলতি ২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ ‘স্টুডেন্টস উইক’ হিসাবে পালন করা হয়েছিল। আগামী জানুয়ারি মাসেও এই ‘স্টুডেন্টস উইক’ পালন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী শিক্ষা ক্ষেত্রে মানোন্নয়নের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে আলোচনা হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন পড়ুয়াদের স্বার্থে নেওয়া রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা। তিনি লিখেছেন, ‘সবুজসাথী, কন্যাশ্রী, বিভিন্ন স্কলারশিপ ও স্টাইপেন্ড, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড— এই উদাহরণগুলি প্রমাণ করে আমরা তোমাদের জন্য কতটা আন্তরিক।’ মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘বাংলার মানুষের ভালোবাসা আর শুভকামনাকে সঙ্গে নিয়ে চলার পথে এগিয়ে যাও, অনেক অনেক সফল হও। আমি জানি, তোমরা জীবনে অনেক বড় হবে আর দেশবাসীকে একদিন গর্বিত করবে।’ ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং শিক্ষকদেরও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘তোমাদের সকল শিক্ষক-শিক্ষিকা আর অভিভাবককেও জানাই নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।’