অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর রোড শোয়ে পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে আটজন। দুর্ঘটনায় আহত আট। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর তরফ থেকে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি এককালীন আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। চন্দ্রবাবু নাইডুর দলের তরফ থেকেও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দল দিচ্ছে এককালীন ১০ লক্ষ টাকা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর তরফ থেকে হত পরিবারপিছু এককালীন দুই লক্ষ টাকা ও আহত পরিবারপিছু এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে দুইজন মহিলা।