ফের বিপাকে ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’। গানটি মুক্তির পর থেকেই দেশের প্রভাবশালী রাজনৈতিক মহল একেবারে কোমর বেঁধে পাঠান বয়কটের ডাক তুলেছে। এবার সেন্সর বোর্ডে ধাক্কা খেল ‘পাঠান’। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনতে বলেছে ‘পাঠান’ ছবির এই গানের দৃশ্যে। সিবিএফসির চেয়ারপার্সন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সাথে বেশ কয়েকটি ছবির দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্টিফিকেটের জন্য এই ছবি জমা দেওয়া হয়েছিল। কিন্তু বোর্ডের গাইডলাইন অনুযায়ী বাদ পড়ে যায় বেশ কয়েকটি দৃশ্য। সেই নির্দেশই দিয়েছে বোর্ড। সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাওয়ার কথা ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। ছবি মুক্তির আগে ফাইনাল ভার্সন জমা দেওয়ার নির্দেশ করেছে সেন্সর বোর্ড।