কলকাতা

আগামীকালই জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল, ৩০ ডিসেম্বরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন জোকা-তারাতলা মেট্রো । হাওড়া থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জোকা-বিবাদি বাগ রুটের এই পার্পেল লাইনের মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বলে জানা গিয়েছে। বন্দে ভারতের ফ্ল্যাগ অফের পরেই জোকা মেট্রোর পালা। নতুন বছরের ২ তারিখ থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে তারাতলা-জোকা মেট্রোর দরজা।  অন্যদিকে, ১ জানুয়ারি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে পারবেন যাত্রীরা। ওই দুই পরিষেবার উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।