কলকাতা

আজ এক ধাক্কায় নামলো পারদ, দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ১২ .৫ ডিগ্রী

শুক্রবার দুপুরে এক ধাক্কায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ নামল। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ছিল ১২.৫ ডিগ্রির কাছাকাছি । শুক্রবার বিকেলে এই খবর জানান, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, আগামী পাঁচ দিন দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গ কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে দক্ষিণ বঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকবে । বিশেষ করে আগামী দু’দিন এই কুয়াশার সম্ভাবনা থাকছে।রাতের তাপমাত্রা যেটা অনেকটাই বেড়ে গিয়েছিল, এখনো যেটা স্বাভাবিকের চেয়ে একটু উপরে আছে এই ঠান্ডাটা আগামী অন্তত চার পাঁচ তারিখ নাগাদ আমরা পাব । দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সব জেলাতে। কলকাতার ক্ষেত্রে ১৩ ডিগ্রি থেকে ১৬ মধ্যে থাকবে তাপমাত্রা। আর জেলাগুলোতে আর একটু কম থাকবে। শুক্রবার দমদমে রেকর্ড হয়েছে ১২.৫ ডিগ্রি। হয়তো মার্জিনালি ১লা জানুয়ারি নাগাদ সামান্য একটু বাড়বে তাপমাত্রা। সিগনিফিকেন্ট চেঞ্জ তাপমাত্রায় আগামী পাঁচ দিনে কিছু নেই। এই যে ঠান্ডা আমরা পাচ্ছি এই মুহূর্তে স্বাভাবিক দিক সামান্য একটু উপরে আশা করি আগামী পাঁচ-ছয় তারিখ অব্দি, আমরা এটা অনুভব করতে পাব ।এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই ।