কলকাতা

রাতের শহরে হেলেমেট বিহীন বাইক আরোহী যুবকদের হাতে আক্রান্ত পুলিশ

ফের রাতের শহরে হেলেমেট বিহীন বাইক আরোহী যুবকদের হাতে আক্রান্ত পুলিশ। হেলমেট না থাকায় পুলিশ কেস করায় বাইক আরোহীদের হাতে আক্রান্ত হতে হয় সার্জেন্টকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে অজয় নগর মোড়ে। সেখানে যৌথ ভাবে নাকা চেকিং চলছিল পূর্ব যাদবপুর ট্রাফিক ও সার্ভে পার্কের থানার। সেসময় অজয় নগর মোড়ে সন্তোষপুরের দিক থেকে আসছিল একটি বাইক। সেটি পাটুলির দিকে টার্ন নিচ্ছিল। আহত সার্জেন্ট সুমন কল্যান বলেন, “নাকা চেকিং চলার সময় পুলিশ দেখে একটি বাইক নিয়ে দুজন আসছে।  বাইক যে চালাচ্ছিল তাঁর মাথায় হেলমেট ছিল না। তখন  সার্ভে পার্ক থানার সার্জেন্ট সুকান্ত সিকদার, এএসআই এস কে পাত্র বাইক আটকান।” পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ড সার্জেন্ট সুমন কল্যান এরপর কেস করেন ওই বাইক আরোহীদের বিরুদ্ধে। বাইক আরোহী চলে যায়। তারপরেই  লোক ডেকে আনেন ওই বাইক আরোহী।  সেখানে আরও লোক এসে জড়ো হয়। তাঁদের দাবি, এঁরা  স্থানীয়, এদের বিরুদ্ধে কেস করা যাবে না। তখনই বচসা শুরু হয়, গালিগালাজ করে, মারধর করে সার্জেন্ট সুমন কল্যানকে।