কলকাতা

কলকাতায় বর্ষ বরণের রাতে গ্রেফতার ৫৪০

বর্ষ বরণের রাতে নিয়ম ভাঙার অভিযোগে ৫৪০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। একাধিক বিধি ভাঙার অভিযোগে তাঁদেরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে বিভিন্নভাবে বিধিভঙ্গের অভিযোগে ৫৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ৫৪০ জনের মধ্যে শুধু হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ১৪৮ জনকে পাকড়াও করা হয়েছে। আর অতি দ্রুত গতিতে গাড়ি চালানোর দায়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ১৮৭ জন। এর পাশাপাশি মদ পান করে গাড়ি চালানোর অভিযোগও উঠেছে মহানগরের রাস্তায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশ ১৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত বর্ষ বরণের রাতে শহরে ভিড় যে প্রচুর হবে তা জানা ছিল কলকাতা পুলিশের। সেই কারণে আগে থেকেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছিল লালবাজার। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা। নিরাপত্তার জন্য কেবলমাত্র পার্ক স্ট্রিটকে রবিবার ৪টি সেক্টরে ভাগ করেছিল কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিট-সহ গোটা কলকাতায় মোতায়েন ছিল কলকাতা পুলিশের ৫৮টি পিসিআর ভ্যান, ১১টি ওয়াচ টাওয়ার। এ ছাড়াও কলকাতার ৯৭টি জায়গায় চালানো হয় নাকা তল্লাশি। ছিল দুটি স্পেশাল কুইক রেসপন্স টিম (কিউআরটি)। ২০টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী টহলদারি চালায়। পাশাপাশি পার্ক স্ট্রিট এলাকায় মোতায়েন ছিল ১৫টি পুলিস অ্যাসিস্ট্যান্স বুথ। পার্ক স্ট্রিট এবং শেক্সপিয়র সরণি এলাকার রাস্তায় শনিবার বিকেল থেকে নামে মহিলা পুলিশের উইনার্স বাহিনী। অন্যদিকে ১ জানুয়ারি, রবিবার মহানগরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২৩০০ পুলিশকর্মী।