বছরের শুরুতেই মহারাষ্ট্রে দুটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার মহারাষ্ট্রের সোলাপুরে একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। তারপরই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও একাধিক ব্যক্তি জখম হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আজ দুপুর ৩ টে নাগাদ বরশি তালুকের শিরালাতে আগুন লাগে।