প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আরও ১৪০ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলা কলকাতা হাইকোর্টে ওঠে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন ১৪০ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ৫৯ জনের হলফনামা জমা পড়বে। এদিন মামলাকারীদের সব হলফনামা দেখার পর উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে, সব প্রার্থীর ক্ষেত্রেই একটি মেসেজে সাদৃশ্য রয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম করে চাকরি পাওয়ার অভিযোগে গত বছর ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়। কিন্তু, ওই শিক্ষকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় এই মামলা হাইকোর্টকে শোনার জন্য বলেছিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল, প্রত্যেককে যোগ্য হিসেবে চাকরি পাওয়ার প্রমাণ দিতে হবে। দু’দিনে ১৯৬ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।