বিমানবন্দরে নিরাপত্তার কারণ দেখিয়ে তরুণীকে প্রায় নগ্ন করে তল্লাশি। বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব তরুণী। অভিযোগকারীর ট্যুইটের পরেই তৎপর বিমানবন্দর কর্তৃপক্ষ। পেশায় সঙ্গীতশিল্পী ওই তরুণী টুইটে জানান, বিমানবন্দরে তল্লাশির সময়ে নিরাপত্তারক্ষীরা তাঁকে তাঁর পরনের জামা খুলতে বাধ্য করেন। শুধুমাত্র একটি অন্তর্বাস পরে অস্বস্তিকর অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাঁকে। সেই সময়, আশপাশের লোকজন তাঁকে যেমন করে দেখছিলেন, তাতে তীব্র অপমানিত বোধ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশ্ন, “কেন একজন মহিলার জামাকাপড় খোলানোর প্রয়োজন হয় আপনাদের?” মহিলার ওই ট্যুইটের পরেই তড়িঘড়ি উত্তর দেন বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ। মহিলার কাছে ক্ষমাপ্রার্থনা করে তাঁরা বলেন, এমন ঘটনা কখনওই কাঙ্ক্ষিত নয়। মহিলার কাছে তাঁর যোগাযোগের নম্বরও জানতে চান তাঁরা। বিমানবন্দর কর্তৃপক্ষের ট্যুইট, ‘আমরা অত্যন্ত দুঃখিত। এমন ঘটনা কখনওই কাঙ্ক্ষিত নয়। সেই সময় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা CISF নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে।’ বিমানবন্দরে তল্লাশি করার সময় এর আগেও বহুবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথা সামনে এনেছেন বহু যাত্রী। নিরাপত্তীরক্ষীদের ব্যবহারেও অতিষ্ঠ হয়েছেন অনেকে।