আগামী দুদিন কলকাতা ,হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশায় ঢেকে থাকবে। একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলা সহ মালদা পর্যন্ত কুয়াশার ঘনঘটা আগামী ৪৮ ঘন্টায় বৃদ্ধি পাবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন ,ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা গড়ে ২ ডিগ্রি করে বাড়বে । কলকাতার রাতের তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রিতে পৌছাবে। ১৭জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার কমবে।১৫ ডিগ্রিতে আসবে কলকাতার তাপমাত্রা।কিন্তু ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা তে ঘন কুয়াশা থাকবে আগামী ৪৮ ঘন্টা। উত্তরবঙ্গতে আগামী ২৪ ঘন্টা দার্জিলিং ও কালিংপং এ হালকা বৃষ্টি ও উত্তরের সব জেলাতে ঘন কুয়াশা থাকবে ৪৮ ঘন্টা। প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে তাপমাত্রা ও বাড়বে ও কুয়াশার দাপট থাকবে। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সোমবার থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী হলেও ১৫ ডিগ্রির নিচে কখনোই নামবে না ।ফলে সম্প্রতি যে জাকিয়ে শীত পড়েছিল কলকাতা শহর পার্শ্ববর্তী এলাকায়, তা থেকে বঞ্চিত হবে আমজনতা। আগামী দু’দিনে দিনের তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। দার্জিলিং ও কালিম্পং এ বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে।