মাদুরাই থেকে দিল্লির দিকে যাচ্ছিল একটি বিমান। আচমকাই সেই বিমানে থাকা এক বয়স্ক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁর মুখ দিয়ে রক্ত উঠতে থাকে। তাই ওই বিমানটিকে মধ্যপ্রদেশের ইন্দোরে জরুরি অবতরণ করানো হয়। সেখান থেকেই ওই অসুস্থ ব্যক্তিটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
