কলকাতাঃ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে বউবাজার এলাকায়। কিন্তু চমকে ওঠার মতো ঘটনা ঘটল রবিবার দুপুরে। ছুটির দিনে একদিকে বিড়ম্বনা অন্যদিকে আতঙ্ক গ্রাস করল ওই এলাকার একাধিক বাসিন্দাকে। কারণ এলাকায় একাধিক বাড়িতে দেখা গেল ফাটল। মেট্রো প্রকল্পের কাজের দৌলতেই এই ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, মাটির নিচে প্রচণ্ড শব্দে কাজ করছিল টানেল বোরিং মেশিন৷ আর তার জেরেই গোয়েঙ্কা কলেজের সামনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উল্টোদিকের গলিতে এবং স্যাঁকড়া পাড়া লেনে একাধিক বাড়িতে দেখা গেল ফাটল৷ ভেঙে পড়ল চাঙড়৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বউবাজার এলাকায়। রবিবার ঘটনাস্থলে যান বউবাজার থানার পুলিস এবং মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের সঙ্গে ছিলেন দমকল ও কলকাতা পুরসভার আধিকারিকরাও। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বাড়ির বাসিন্দারা৷