প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এয়ারপোর্ট অথিরিটিকে সৌভিক ভট্টাচার্যের নথি পাঠানো হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দারা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের আতসকাচের তলায় রয়েছে মানিকপুত্র সৌভিক ভট্টাচার্যও। ইডির চার্জশিটে নাম রয়েছে তাঁর। ইতিমধ্যে সৌভিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। আগামী ২২ তারিখে সেই মামলার শুনানি হতে পারে। তার আগে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সৌভিক ভট্টাচার্য যাতে দেশ ছেড়ে চলে যেতে না পারেন, তাই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। সৌভিকের পাসপোর্ট ও ছবি দিয়ে এয়ারপোর্ট অথিরিটিকে তথ্য পাঠিয়েছে ইডি।