হিন্ডেনবার্গের রিপোর্টের ওপর ভিত্তি করে দায়ের হওয়া মামলার শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে মামলার শুনানি শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে। শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে। আদানিকে নিয়ে সুপ্রিম কোর্টে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রধানবিচারপতি যশবন্ত চন্দ্রচূড় সেই দুটি মামলার শুনানির দিন ধার্য করেছিল ২৪ ফেব্রুয়ারি। তৃতীয় মামলার শুনানির দিন ধার্য করে ১৭ ফেব্রুয়ারি। বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে একটি মামলার আইনজীবী বিষয়টি নজরে আনলে তিনি তিনটি মামলার শুনানির দিন ধার্য করে ১৭ ফেব্রুয়ারি। ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয় কংগ্রেস নেতা জয়া ঠাকুরের দায়ের করা মামলার। দায়ের করা মামলায় তিনি আর্জি জানান, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের।