কলকাতা

চেতলায় লকগেট সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চেতলায় লকগেট সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকাল ১০টা ১০ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে তিনটি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলের তিনটি ইঞ্জিন। জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ১০ নাগাদ চেতলার লক গেটের হনুমান মন্দিরের কাছে বস্তিতে আগুন লাগে। প্রথমে একটি ঝুপড়িতে আগুন লাগে, ক্রমে তা আশেপাশের অন্য ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এই দৃশ্য দেখে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় একে একে দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয়দের দাবি, দমকল কর্মীরা আসার আগে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্তরা জানান, ঝুপড়ি ঘরের মধ্যে তকাঁদের খাবার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল। আগুন লাগার ফলে সব পুড়ে গিয়েছে। এমনকি নথিপত্র যা ছিল তাও অগ্নিকাণ্ডের ফলে পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা।