কলকাতা

রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হলেন প্রাক্তন ডিজি সি বীরেন্দ্র সিং

রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হলেন প্রাক্তন ডিজি সি বীরেন্দ্র সিং। বুধবার বাজেট পেশের আগে বিধানসভায় মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক ছিল। সাংবিধানিক নিয়মে  এই বিষয়টি ঠিক করেন তিন জন। তাঁরা হলেন মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা। মুখ্য তথ্য কমিশনার হিসাবে রাজ্যের প্রাক্তন ডিজি বীরেন্দ্র মনোনীত হয়েছে বলে সূত্র খবর। শুভেন্দু অধিকারী আগেই টুইট করে জানিয়ে দিয়েছিলেন তিনি বৈঠকে যোগ দেবেন না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই তাঁর নাম চূড়ান্ত হয়। এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মিটিং শুরু হওয়ার কয়েক মিনিট আগেই শুভেন্দু অধিকারী একটি চিঠি পাঠান। তিনি যে প্রশ্ন তুলেছেন, সেই গুলো যথাযথ নয়। ১৫ দিন আগে বিরোধী নেতা নোটিস পেয়েছিলেন। পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, সেই চিঠিতে তেমন কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। যা আলোচনা করার মতো।