জ্যোতির্ময় দত্ত, কলকাতা: সিবিআই ডাকলে যান। সহযোগিতা করুন। যা ঘটেছে বলুন। আমি আপনাদের পাশেই আছি। দলীয় সভায় এভাবেই সিবিআই এর তলব নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, দলের শীর্ষ নেতা, জেলা সভাপতি, সাংসদদের বৈঠকে নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতাদের এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অসমে জাতীয় নাগরিকপঞ্জী তালিকা প্রকাশের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। আগামী ৭ ও ৮ই সেপ্টেম্বর জেলায় জেলায় এই কর্মসূচি পালন করা হবে। ১২ সেপ্টেম্বর কলকাতায় বড় মিছিল হবে। চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত হবে এই মিছিল। একই সঙ্গে এই দিনের বৈঠকে বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রাখার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমক এবং সুখেন্দু শেখর রায়চৌধুরীকে। অন্যান্য রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গে সমন্বয় রাখার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে “দিদি কে বলো” কর্মসূচিতে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বৈঠকে প্রশান্ত কিশোরের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পুজোর ছুটিতে জনসংযোগের জন্য বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের কাজ পুজোর ছুটিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন, পূজা মন্ডপ এর মধ্যে কোন দলীয় পতাকা, ফেস্টুন লাগানো চলবে না। অন্যদিকে, সব সাংসদদের কাছে ১০ জন তপশিলি জাতি এবং ৫ জন তপশিলি উপজাতিদের নামের তালিকা চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও তিনি বলেন, মাসে ৫ দিন অামায় অাপনারা সময় দিন। ওই ৫দিন কর্মসূচি তিনি ঠিক করে দেবেন। সবাইকে রাজ্যের সব জায়গায় যেতে হতে পারে বলে সভায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।