চলছিল ধ্বংসস্তুপের নীচ থেকে মানুষ উদ্ধারের কাজ। সেই সময় উদ্ধারকারী দলের এক সদস্যের কানে যায় মিউ মিউ করে আওয়াজ আসছে ধ্বংসস্তুপের নীচ থেকে। সেই আওয়াজ শুনে সে উদ্ধারকাজের গতি বাড়ায়। অবশেষে বিড়ালটিকে উদ্ধার করে সে নিয়ে গিয়েছে বাড়ি। সোশ্যাল মিডিয়ায় সে ওই বেড়ালের একটি ছবিও পোস্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিও এবং ছবি অনুসারে, জীবীত অবস্থায় বেড়ালটিকে উদ্ধার করে তুরস্কের বিপর্যয় মোকাবিলা দলের সদস্য আলি ক্যাকাস। আর পোস্ট করা ছবির সঙ্গে সে একটি ছোট ক্যাপশানও জুড়ে দিয়েছে – রাবেল দ্য ক্যাট। জীবীত উদ্ধার ওই বেড়ালটিকে সে নিজের বাড়িতে নিয়ে যায়। বেডা়লটির সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়েছে। তার একটি নামও রেখেছে আলি ক্যাকাস। হাজার হাজার মানুষের মৃত্য়ুর খবর সকলের ঘুম কেড়ে নিওয়ার মতো। তুরস্কে মানুষের পাশাপাশি অনেক প্রাণীও মারা গিয়েছে। তাদের মধ্য়ে অনেক প্রাণীকে বাঁচানোর চেষ্টা করেছেন উদ্ধারকারীরা। এত খারাপ কিছুর মধ্য়েও একটি সুন্দর ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ভূমিকম্পের ধ্বংসাবশেষে চাপা পড়ে যাওয়া একটি বিড়ালকে উদ্ধার করেছে এক উদ্ধারকারী। আর তারপর থেকে সেই উদ্ধারকারীকে কাছ ছাড়া করতে নারাজ বিড়ালটি। কাঁধেই জায়গা করে নিয়েছে নিজের। আশ্চর্যের বিষয় হল, লোকটি যখন থেকে বিড়ালের জীবন বাঁচিয়েছে, তখন থেকে বিড়ালটি তাকে কোনও মতোই ছাড়ছে না। দেখে নিন সেই ভিডিও টি –