জেলা

বিজেপিতে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ-র ভাগ্নী উজ্জ্বয়িনী

যখন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ির বাড়ি ঘেরাও করছে তৃণমূল নেতারা, তখন নিঃশব্দে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর ভাগ্নী উজ্জ্বয়িনী রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে পথচলার কথা ঘোষণা করে রবিবার বিজেপির কোচবিহার জেলা দপ্তরে জেলা সভাপতি সুকুমার রায়ের হাত থেকে পতাকা তুলে নেন তিনি। উজ্জ্বয়িনীকে বিজেপিতে যোগ দেওয়ানোর পেছনে ভূমিকা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। উজ্জ্বয়িনী বলেন, ‘মাননীয় সাংসদ নিশীথ প্রামাণিকের সহযোগিতায় বিজেপিতে যোগ দিলাম। নরেন্দ্র মোদির আদর্শ পালন করে সবার সমর্থনে আমি এই দলকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। সকলে আমায় সহযোগিতা করবেন।’ উদয়ন গুহ প্রসঙ্গে উজ্জ্বয়িনী বলেন, ‘উদয়ন গুহ আমার মামা, তিনি মামার জায়গায় থাকবেন। আমি নিজের কাজ করতে চাই।’ যদিও এই যোগদানকে আমল দিতে চাননি উদয়ন গুহ। তিনি বলেন, ‘ভাগ্নীর সঙ্গে খুব একটা যোগাযোগ নেই। আর কে, কোন দলে যোগ দেবেন, তাঁর তা ব্যক্তিগত ব্যাপার।’