শিব সেনার হাতছাড়া তীর-ধনুক। নির্বাচন কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বিএস পাদ্রিওয়ালা এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ উদ্ধব ঠাকরের দায়ের করা মামলায় আর্জি খারিজ করে দিয়েছে। তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর তারা কোনও স্থগিতাদেশ দিতে পারছে না। উদ্ধব শিবিরের হয়ে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবল। তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি বলেন, তীর ধনুক শিবসেনাকে ফিরিয়ে না দেওয়া হলে, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। কারণ, অ্যাকাউন্ট খোলার সময় দলের প্রতীকের উল্লেখ করতে হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের হয়ে আদালতে সওয়াল করেন নীরজ কিষণ কঔল। তিনি মামলার যৌক্তিকতা তুলে ধরেন। দুই পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শোনার পর তিন বিচারপতির বেঞ্চ জানায়, কমিশন একটি প্রতীক নিয়ে মতামত জানিয়েছে। সেই মতামতের (সিদ্ধান্ত) ওপর এই এজলাস কোনও স্থগিতাদেশ দেবে না। ডিভিশন বেঞ্চে একটি স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের হয়েছে। সে স্পেশ্যাল লিভ পিটিশনের ওপর বেঞ্চ শুনানি গ্রহণ করবে।