সকাল সাড়ে ৮টায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন। কম্পনের তীব্রতা ৭.৩ রিখটার স্কেল। চিনের ভূকম্পন সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার বৃহস্পতিবারের কম্পনের খবর দিতে গিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭.৩। কম্পনের কেন্দ্রস্থল ছিল চিনের জিংজিয়াং প্রদেশে মাটির ১০ কিলোমিটার গভীরে। কম্পনের সব থেকে বেশি প্রভাব পড়ে জিংজিয়াং প্রদেশের কাশগর এবং আর্টাক্স অঞ্চলে। এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা প্রাণ হানির খবর পাওয়া যায়নি। কম্পনের পরে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। চিনের সরকারি প্রচার মাধ্যমেও ভূমিকম্পের খবর প্রকাশ করা হয়েছে। সরকারি প্রচার মাধ্যমে এই কম্পনের খবর দিতে গিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে চিনের জিংজিয়াং প্রদেশে একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা ছিল ৭.৩ রিখটার স্কেল। কেন্দ্রস্থল জিংজিয়াং প্রদেশ। তবে এখনও পর্যন্ত কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা প্রাণ হানির খবর পাওয়া যায়নি।