দেশ

আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করে এলআইসি-র ক্ষতি ৫০ হাজার কোটি, উদ্বেগ মধ্যবিত্তের সঞ্চয় ঘিরে!

কার্যত কয়েক দশক ধরে মধ্যবিত্ত বাঙালির জীবনে এলআইসি’র বিমা ও সঞ্চয় একটা বড় ভরসার প্রতীক হয়ে থেকেছে। দেশের সরকারি এই বিমা সংস্থার ওপর নির্ভর করে লক্ষ লক্ষ বাঙালি, তা সে চাকুরিজীবী হোন কী ব্যবসায়ী হোন কী কৃষক হোন, নিজের ভবিষ্যৎ গড়েছেন। আজও সেই রীতিতে কোনও ছেদ পড়েনি। কিন্তু সেই এলআইসি’র প্রতি বাঙালির ভরসা এবারে যেন কোথাও একটু ধাক্কা দিতে চলেছে। কেননা আদানিকাণ্ডে বড়সড় ক্ষতির মুখ দেখেছে এই সরকারি বিমা সংস্থা। যদিও সংস্থার তরফে পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে যে লগ্নিকারীদের অর্থ নিরাপদে রয়েছে, তারপরেও উদ্বেগ কিন্তু কমছে না। বরঞ্চ নিত্যদিন তা একটু একটু করে বাড়ছে। কেননা আদানিকাণ্ডে LIC’র ক্ষতির পরিমাণ ৫০ হাজার কোটি টাকারও বেশি। এলআইসি-কে বলা হয় দেশের সবথেকে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সংস্থা বা Biggest Domestic Institutional Investor। দেশজুড়ে তার কোটি কোটি গ্রাহক। দেশের অর্থ নীতিতে তার ভূমিকাও উল্লেখ না করে থাকা যায় না। কিন্তু সেই এলআইসি আদানি গ্রুপের(Adani Group) স্টকে অর্থলগ্নি করে বড়সড় ক্ষতির মুখে পড়েছে। সূত্রে জানা গিয়েছে, আদানিদের মোট ১০টি সংস্থায় এলআইসি মোট ৮২,৯৭০ কোটি টাকা বিনিয়োগ করে ২০২২ সালে অর্থাৎ গতবছর। এর মধ্যে ৭টি সংস্থা গতমাসে বড়সড় ক্ষতির মুখে পড়ে। নেপথ্যে ছিল মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট যা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি এবং স্টক ম্যানিপুলেশনের গুরুতর অভিযোগ আনে। তারপর থেকে শেয়ার মার্কেটে রেজিস্টার্ড আদানিদের দশটি সংস্থা ক্ষতির সম্মুখীন হয়েছে ধারাবাহিক ভাবে। এর মধ্যে সব থেকে বেশি ক্ষতির সন্মুখীন হয়েছে Adani Enterprises, Adani Green Energy, Adani Ports and Special Economic Zone, Adani Total Gas, Adani Transmission, Ambuja Cements ও ACC’র মতো ৭টি সংস্থা। এরপরেই সামনে আসে এই ৭টি সংস্থায় এলআইসি’র বিনিয়োগ বড়সড় ধাক্কা খেয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর ওই ৭টি সংস্থায় এলআইসি’র বিনিয়োগ হওয়া অর্থের মূল্য ছিল ৮২,৯৭০ কোটি টাকা। সেই বাজার মূল্য ২৩ ফেব্রুয়ারি তারিখে নেমে এসেছে ৩৩,২৪২ কোটি টাকায়। অর্থাৎ বিগত ৫৪ দিনে প্রায় ৫০ হাজার কোটি ক্ষতির সম্মুখীন এলআইসি। স্বভাবাইক ভাবেই প্রশ্ন উঠেছে এই ধাক্কা কী কাটিয়ে উঠতে পারবে এলআইসি? এই সরকারি সংস্থায় বিনিয়োগ করা আমজনতা কী তাঁদের অর্থ ফেরত পাবেন কী? যদিও পান তাহলে যে পরিমাণ টাকা তাঁদের ফেরত পাওয়ার কথা বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা তাঁরা পাবেন কী? এর পাশাপাশি অন্য একটি আশঙ্কার চোরেস্রোতও বইতে শুরু করে দিয়েছে দেশের অর্থনীতিতে। বিমা বিশেষজ্ঞ সহ অর্থনীতিবিদদের একাংশের দাবি, এলআইসি এখন যে ক্ষতির মুখে পড়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। বাস্তবিক ক্ষতি অনেক বেশি। কেননা যে ক্ষতি সামনে দেখাচ্ছে তা হল Notional Loss যা একটি কাল্পনিক ক্ষতি। এই ধরনের ক্ষতি আইনের দৃষ্টিতে বিদ্যমান, কিন্তু বাস্তবিক ক্ষতি বা Actual Loss’র ধরন বা পরিমাণ ভিন্ন হতে পারে। অনেক বেশি হতে পারে। সেক্ষেত্রে এই সরকারি বিমা সংস্থা আগামিদিনে আদৌ মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবে তো? নাকি ইচ্ছাকৃত ভাবে LIC-কে এই বিপদের দিকে ঠেলে দিয়েছে মোদি সরকার যাতে দেশে থাকা অনান্য বেসরকারি বিমা সংস্থাগুলি বাজার ধরতে পারে। কেননা বার বার নানা সমীক্ষায় উঠে এসেছে LIC-কে মানুষ যতটা বিশ্বাস করে, যতটা ভরসা করে তার ছিঁটেফোঁটাও তাঁরা অনান্য বেসরকারি বিমা সংস্থাকে করেন না। দেশের প্রায় ৮০ শতাংশ বিমার বাজার LIC’র দখলে। এর পরেও অনেকেই বলতে পারেন না LIC-কে নিয়ে কোনও ষড়যন্ত্র হয়নি। বাস্তব কিন্তু ভিন্ন ছবিই তুলে ধরছে। BSNL-কে ধাক্কা দেওয়া হয়েছে কার স্বার্থে? উঠছে প্রশ্ন!