গৌতম আদানির সংস্থা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে একটি চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছিল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ। আর তারপর থেকেই এই ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। আদানিকাণ্ড নিয়ে সংবাদমাধ্যমে প্রতিনিয়ত প্রকাশিত রিপোর্ট নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। কিন্তু, সেই দাবি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এদিন মামলার শুনানির সময় বলেন, “আমরা আমাদের নির্দেশ দেব। মিডিয়াকে এই নিয়ে কোনও আদেশ আমরা দিতে পারি না। “
উল্লেখ্য, আদানি বিতর্ক নিয়ে সংবাদ প্রকাশ করা থেকে মিডিয়ার বিরত থাকা উচিত। এমন আর্জি নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এম এল শর্মা। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। জানানো হল, যতক্ষণ আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে মামলা বিচারাধীন রয়েছে, ততক্ষণ এই নিয়ে সংবাদ প্রকাশ করতে কোনও বাধা নেই।