জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ বউবাজারে ভেঙে পড়া বাড়ির বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। আজ নবান্নে এনিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, কলকাতার মেয়র, পরিবহন সচিব ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্তারা। বৈঠকে বেশ কয়েক দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বউবাজারের ঘটনা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ মেনে কজা করা উচিত, এবং ভবিষ্যতেও সেভাবেই কাজ করতে হবে। এদিন পরিস্থিতির উপর নজর রাখতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কোর গ্রুপ তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি। আজ, মানে মঙ্গলবারও নতুন করে দুটি বাড়িতে ফাটলের খবর এসেছে। পরিস্থিতি বিচার করে মুখমন্ত্রী বলেছেন, এখন বাছবিচার করা যাবে
না। মানুষ বিপদে পড়েছেন। কার ভুল দেখার সময় এটা নয়। তাই যাঁরা ঘরছাড়া, তাঁদের পুনর্বাসন নিয়েই এদিন আলোচনা করা হয়েছে। এখনও পর্যন্ত ৫২টি বাড়ির লোকেদের সরানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষও জানিয়েছে, সবদিক খতিয়ে দেখবে। এরপর সমীক্ষা করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। মানে কোনও বাড়ির ক্ষতি হলে, বাড়ির বদলে বাড়ি দিতে হবে। দোকানের বদলে দোকান করে দিতে হবে। যাদের সার্টিফিকেট বা জরুরী নথি হারিয়ে গেছে, তা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হবে। যেহেতু এটা মেট্রোর প্রোজেক্ট, তাই মেট্রোকেই পুনর্বাসন দিতে হবে। এদিন তিনি মনে করিয়ে দেন, জেম সিনেমার কাছে মেট্রোর একটা বাড়ি আছে। সেখানে কিছু লোকের ব্যবস্থা করা সম্ভব। এছাড়া যাঁরা ভাড়া বাড়িতে থাকবেন। তাদের বাড়ি ভাড়া মেটাতে হবে মেট্রোকে। এছাড়াও এদিন মেট্রোরেল কর্তৃপক্ষকে মমতা মনে করিয়ে দেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া উচিত মেট্রোর।