জেলা

আগামী ৫ এপ্রিল থেকে ফের রেল রোকো আন্দোলনের ডাক কুড়মি সমাজের

পুরুলিয়ার কুড়মিদের তফশিলি উপজাতিভুক্ত করা সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া সহ একাধিক দাবিতে ফের রেল রোকো আন্দোলনের পথে হাঁটতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ । আগামী ৫ এপ্রিল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলনের ডাক দিল কুড়মি সমাজ । পুরুলিয়ার কুস্তাউর ও খেমাশুলি এই দুই রেল স্টেশনে আন্দোলনের কথা ঘোষণা করলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো । পুরুলিয়া শহরের দলীয় কার্যালয়ে একটি বৈঠক করে আদিবাসী কুড়মি সমাজ । সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, ২০২২ সালের ২০ সেপ্টেম্বর থেকে টানা পাঁচদিন ধরে রাজ্যের চার জেলায় রেল স্টেশনে অবরোধ আন্দোলনে সামিল হয়েছিল আদিবাসী কুড়মি সমাজ । স্তব্ধ হয়ে গিয়েছিল পুরুলিয়াসহ চার জেলার রেল পরিষেবা । সেই সময় প্রশাসন থেকে প্রতিশ্রুতি মিললেও এতদিনেও দাবি পূরণ না হওয়ায় ফের রেল অবরোধে নামতে চলেছেন বলে কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন । তিনি বলেন বিগত কয়েক বছর ধরেই আদিবাসী কুড়মি সমাজকে তফশিলি উপজাতিদের তালিকাভুক্ত করার দাবি নিয়ে আন্দোলনে নামা হয়েছিল । কখনও রেল অবরোধ কখনও রাস্তা অবরোধ করে নিজেদের দাবি আদায়ের চেষ্টা চালিয়েছি । বার বার প্রশাসনের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনও লাভ হয়নি । কুড়মি সমাজের মানুষদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ অথচ তাদের উন্নয়নের কথা কেউ ভাবছে না । তাই নিজেদের দাবি আদায়ে এবার পুনরায় অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে আগামী ৫ এপ্রিল থেকে ।